বিদায় মাহে রমজান
আবার এসো ফিরে।
তারাবির মসজিদে
পথচলা দোলনচাঁপা পথে।
কি জানি কতবার
খুইয়েছি আঁখি অদূরে
মৃদুজ্যোতি প্রদীপ তারার
রুপালি ঝুমকা আকাশ পারে।
কতবার পড়েছে চোখে
নেকাবের গুমটায় বিভাবরীর
অবিরাম সলাজ আঁখিতারা
নিতে নয় এক পেয়ালা
জোছনা মুঠ ভরে।
এক বেজোড় কদর রজনী
হন্যে হয়ে খোঁজে।
সরব আকাশ জমিন
এসো ফিরে!
এ রাতের তালাশ কি
শেষ হয় কোনো রাতে?
এসো হে মাহে রমজান
আবার এসো ফিরে!