ঐ দেখি ঈদের মধুচন্দা
নিলীমার নীল ময়ুরী গগন ছাড়ি
উড়ে ভেসে ঈদের খুশির পাহাড়ে।
আজ কোথায় যে হারিয়ে যাই
এমন উতালা চিত্তহরষা বিহরে?
মধুভাষী চলো চলে যাই
জান্নাতি মদিরা নহরে!
এই আনন্দভরা দিনে
ফুল রবে ফুলে।
নিবো শুধু সাথে
রাতের মিঠে স্বপ্ন ডুব দিয়ে
মধূভরা শিশিরে।
ঐ মায়াবী সুদুরিকার ওপারে
মধুভাষী চলো চলে যাই
জান্নাতি মদিরা নহরে!
এসো সই ঈদের নয়া জামা পরে
সূর্যমুখি ডাফোডিলের ধারে।
উড়ে দেই এক জোড়া প্রজাপতি
একফালি চাঁদ আর দু'রাশি জোনাকি।
আর শুধু এক জুড়িহীন মায়ের ভাষায়
শোনিয়ে ঘুমপাড়ানো গান আকাশজুড়ে
ঐ মিটি মিটি তারারে।
মধুভাষী চলো চলে যাই
জান্নাতি মদিরা নহরে!
ওরে রিদওয়ান যদি
দাঁড়িয়ে থাকেন স্বর্গদ্বারে
বলব তাঁরে আদমের
আদিকথা গল্পচ্ছলে।
আগাম দিনের সোনার রবি
এখনো খেলে লকোচুরি
যাঁর কেশের ছায়াতলে।
মোদের ভয় নেই ক্ষয় নেই
শুধু যদি সাথে থাকো প্রিয়া রে।
মধুভাষী চলো চলে যাই
ঐ জান্নাতি মদিরা নহরে!