আমি চোখ মেলি গোলাপ দেখি
হাত পড়ে কাঁটায়।

আমি পা বাড়াই রোদ দেখি
বৃষ্টি পড়ে মাথায়।

সবাইত দিন মেলে আলোর মেলায়
তবু কেন সূর্য নিভে যায়?

কেন জানি রাত জাগা অপরূপ চাঁদ
তারার বাগান মেলে আঁধার কোণায়?