সুরমা কালো নিশি রাতের কপাল
এতো কী ভালো?
কানায় কানায় বউ টুবানীর ফুল তারা
দীপালি জ্বেলে ফুটলো। .
মগন মাধবী জোছনা দ্যোতনা
নিবিড় বিভাবর মধুচ্ছন্দা রজনীগন্ধা
চাঁদের ঘরে পুর্নিমার জোয়ার ফুল্ল।
আধো আলো আধো কায়া সারা রাত
মায়াবী উৎসব চলল।
এক চাঁদ নিহারে অযুত তারা কিনার
কার কপালে জুটবো?
ঐ চাঁদই কি না ঢলে গলে পড়ে
একফোঁটা শিশির একগঙ্গা অনন্য।
দেখার আগে সাত সকালে
মিটে রোদের অরণ্য।
অরুণার মশালতলে বিছানো
প্রথম আলোর নকশীকাঁথা মালঞ্চ।
নেহারি উধাও সে কী গহন
তিল পলক আলো নিভে আধো
সামনে বাস্তব কায়া সুরমা আঁখি সুরম্য
তলানির জলে সিক্ত ছায়াপুঞ্জ।
ব্যাকুল সাগর পানসী খালি
উথাল তরঙ্গ।