রোদের বিভায় বৃষ্টি নেমেছে
বইছে হিমেল হাওয়া।
দিগন্ত পারের সিন্ধু সখি
বড়ই সঙ্গাভিলাষী
শুকনো ধরায় সজল মালা
ঝরে বাদল ভাসিয়ে দিল ভেলা।
পাতায় পাতায় ওড়না ওড়ায়
মহুয়া-মউ হাওয়া
রাখো ভাই আজ সব জানালা খোলা।
কুহু কুহু বাংলায় পঞ্চম স্বরে
এমন মুহু মুহু কোকিল কুহরে
বিলাতে ক্যানারি পাখি উঠে গাহিয়া।
পারাবারের সব ঢেউ-দোলানী বাহিয়া
কে এলো সে জলপরীর দেশের সুদূরিকা
এমন সরসা প্রিয়-দরশা?
ও সে যে আঁকাবাঁকা ঝিরিপথে যায়
বিলিয়ে সজল পরশ ঐ কমল-পায়।
আধো নীল আধো মেঘ আকাশে
আড়ালে রবি ছায়া এঁকে দিবে তায়।
শিমূল ডালে লালচে আগুন
এক মোঠ রোদে রাখিয়া
শিশিরে ডুবে গোলাপী আতর মাখিয়া
হব বুঝি এক টুকরো ছায়া ঐ পদাঙ্কে চলিয়া।
লন্ডন সামারেও তাই যখন গাছে নড়ে পাতা
কেন জানি মনে হয় বাতাস করে তালপাতার পাখা!