আট স্বর্গের দখিন পারে
দেখল কি হাস্য উজল হুরি
উচলে পড়ে আলো।
সাত আকাশ তলে তিমির
আঁধার তলায় কাজলা দীঘি।
এরই মাঝে ঝর ঝর
তারার পারের চন্দা আলো শূন্য
পৃথিবীর গলে জোনাকমালা তুলে দিল!
আলো আঁধার, আকাশ জমিন মাঝে
এমন বিনি সুতার মারফতি
কার বুঝে আসে ভাই বল?
এক ফোটা শিশিরে ভিজে
ভাসে প্রভাত কুঁড়ির সৌরভ সিন্ধু।
মেতে উঠেছে বুলবুলি এতো মধুর কন্ঠ
তার চেয়েও আরো মধুর শোনো
ভাই ঐ উদয় চূড়ায় ফজরের আযান শোনো!