তুমি যে সুরেই বলো
যে ডাকেই ডাকো
তাই লাগে ভালো।
মরা বন খরা গগন
সাগরে লোনা জল
মনে নাই মন।
তুমি যদি বলো
অভ্রভেদী বাজে বীণা
তারায় ঢলে তারা
ভাসিয়ে সুরের ভেলা।
দোলায় দুলে নীল সাগর
কতনা অমিত সুধায়
ভাসাও মোর মর্মতল।
পিয়াসীর পিয়ালায়
যে রসেই ঢালো
তাই লাগে ভালো।
মরমে ঢালে তব
বাণী বীণার অমৃত ঢল
পরানে মোরে কর মোখর।
তুমি যদি বলো নুনা সাগরের
বুক ঝরে উড়ে বাদল
মিটা জলে ভাসে গগন
তব কণ্ঠসুরে ভাসাও তনুমন।
তুমি শুধু চুপসে বসনা
একটি কথা বলো।
তুমি যাই বলো
তাই লাগে ভালো।