সারা দিন আলো ফুটে
সূর্য কিরণ মাটির ভুবন
পড়েনা চোখে নীল গগন।
আঁখি মেলে দিন শেষে
সন্ধ্যামালতি সোনার বরণ।
যাবার বেলা গোধূলির জলে ঐ
জ্বেলে যাবে এক শিখা প্রদীপ রতন।
দুয়ার খুলে সন্ধ্যাতারা ভরা সাঁঝে
কি জানি জমিনে না আকাশে
তারার আয়না সারা জলধি জুড়ে
ভেসে উঠে গহীনের দর্পণ
সন্ধ্যা নেমে গেলো অথৈ তল
আকুল ভেবে রবি
এমন উষ্ণ উজ্জল গহন
আগুনের আর কি প্রয়োজন!