যেতে নাহি চাই
তবু যেতে হয়।
কাল ছিল সত্য তা
আজও তাই
এ ধারা নতুন নয়।
প্রভু চলমান ধারার
ধার দরি তাই ভাবি।
বিদায় পথে কিসে আটক পড়ি
ফির ঢেউ তুলে করোনা ব্যাধি।
সত্তর ভাগ জলের
এই খানিকটা জমি তীরে
সাহারার তৃষা লয়েও
বিদায় ঘন্টায় যেতে হয় ফিরে।
কি এক ধারালো
অন্তিম দরজা দিয়ে
ফিরতে হয় সব জিবে।
প্রভু আপনার কর্ম ধারার
দার ধরি তাই বলি আশা করে।
ঐ বিদায়-দরজা দাও খুলে
দেখুক করোনা দ্বিতীয় ঢেউ
কেমন উদাত্ত হয় পিছলে পড়ে
জীবন নাশা সব খিদে নিয়ে।