শ্যামলা গোধূলির চূর্ণকুন্তল
অলক গুছি ছায়ায়।
কী নিভে গেল মোর
নীল নভসায়র তলে
দিন দুপুর রাঙা
গোলাপী প্রদীপ শিখা
সাদা মেঘের ছায়?
দিন শেষে মহানগরী বিলেতে
আরেক নিঝুম লকডাউন রাতে
এ নয় মোর নিদ কাড়া ভাবনায়।
আমার এই আঁধার রাতের
বাঁশ বাগানের মাথার ওপরে
জোছনা চাঁদিনী ভেলায়
তারার দেশে ভেসে
যাক কিবা না যায়।
নিদে ঢলে পড়লে হয়তো
দু'একটি স্বপ্ন মেলতো ডানা
আমার বন্ধ চোখের পাতায়।
দিগন্তে ফজর জাগ্রত রাতে
ভাবছি মাথা গুঁজার একটু ঠাঁই
একটি স্থায়ী ঠিকানা যদি পাই
ঐ আকাশ চূড়ার সোনার
আলোমাখা মাটির মৃত্তিকায়।
আমার থেকে শতবর্ষ আগে
শত জন যারা দৃঢ়চিত্তে
আশায় বুক বেঁধে ছিলো
এই মায়াবী মাটির টুকরায়
তাহলে আজ তারা কোথায়?