আকাশ পারে তারা পিদিম জ্বলে
জোনাক ঢলে আঁধার তলে।
প্রিয়া মোর চোখের পাতা লাগিয়োনা
আজ কেহ ঘুমায়োনা
চন্দ্রঘরে খোলবে নেকাব গগনপরী জোছনা।
তরঙ্গ উল্লাসে সাজে জলধি
সারা নিশি অঙ্গে পড়ে ছায়া
অপলক পূর্ণিমা শশী দেখিবে সে কায়া।
হাত ভরা চাঁদের আলো এল নেমে জোছনা
তায় দিবে মাধবী রাতের সারা গন্ধ সুধা
ঘরের পাশে রজনীগন্ধা।
প্রিয়া মোর চোখের পাতা লাগিয়োনা
আজ কেহ ঘুমায়োনা।