ভাষার মাসে সব বাঙালির, হোক এই অঙ্গীকার,
আমরা বাঙালি, চিরদিনই এই বাংলার।
উর্দুকে হঠিয়ে যারা খুলে দিলো বাংলা ভাষার দ্বার,
সেই শহীদ ভাইদের করবো স্মরণ,
আমরা শতবার।
সব শহীদের বুকের ঐ তাজা রক্তের ফল,
বাংলাকে পেয়ে ধন্য আজ,
হয়েছি আমরা সফল।
সালাম,রফিকসহ সব শহীদের আত্মত্যাগের তরে,
মায়ের মুখের বাংলা ভাষা,
পেলাম শেষে ফিরে।
যতদিন থাকবো বেঁচে, রবে এ দেহে প্রাণ
কভু ভুলবেনা বাঙ্গালী,
তোমাদের এই অবদান।
আমরা আজ বাঙালী, হয়েছি দূরন্ত দূর্বার,
চেতনায় বাংলা মোদের,
বাংলা অহংকার।।