মন আকাশে মেঘ উত্তর থেকে,
দক্ষিণে যেতে যেতে তোমার,
খোঁজ করে, রিমঝিম বৃষ্টি হয়ে ঝড়ে।

আমিতো পারবোনা কভু মেঘ হতে,
পারবোনা কভু সাজেঁর মায়া ছড়াতে,
তাই তোমায় খুজিঁ এই মন আকাশে।

আবার কখনোবা ঐ দূর আকাশে,
দেখি তুমি সাদা মেঘে ভাসছো,
মনকাড়া সেই মায়াবী হাসি হাসছো।

তুমি কি শুনছো আমার ডাক?
ওগো আমার স্বপ্নরাজ্যের মেঘকন্যা,
রয়েছি অপেক্ষায়, নিয়ে এসো সুখের বন্যা।