স্বাধীনতা তুমি,
পূর্বের আকাশে উঠা লাল সবুজের সেই সূর্য।
স্বাধীনতা তুমি,
১৬ কোটি বাঙ্গালির বাধঁভাঙ্গা আনন্দের শৌর্যবীর্য।
স্বাধীনতা তুমি,
লাখো শহীদের দান, সূদীর্ঘ সেই নয়মাসের যুদ্ধের অবসান।
স্বাধীনতা তুমি,
আমার সহস্র মাবোনের, বিলিয়ে দেয়া সব মান সম্মান।
স্বাধীনতা তুমি,
ছেলে হারা সেই, শতমায়ের ত্যাগের প্রতিদান।
স্বাধীনতা তুমি,
গহীন রক্তে লাল, কৃষ্ণচূড়ার পাতায় আকাঁ গান।
স্বাধীনতা তুমি,
কোটি বাঙ্গালির অহংকার, মাথা উচুঁ করার অদম্য শক্তির নাম।
স্বাধীনতা তুমি,
রবে তুমি ততদিন, যতদিন রবে পদ্মা,মেঘনা যমুনা বহমান।
স্বাধীনতা তুমি,
আলোর পরশ খুলে দিলে সবার তরে,
আজ সুখের হাসি তাই, এই বাংলার ঘরে ঘরে।