"আজ আমরা পথ শিশু বলে,
সবাই করে মোদের হেলা"।
"ডাস্টবিনের ঐ প্লাস্টিক আর কাগজ,
কুড়াতে ফুরিয়ে যায় বেলা"।
"বেলাশেষে সন্ধ্যা নামার পরে,
করি তা বিক্রি ২ টাকা দরে"।
"যা পাই তা দিয়ে এনে কলা,রুটি,
তা খেয়েই খুশিতে মেতে উঠি"।
"অবশেষে গায়ে ফলের কাটুন জড়িয়ে,
ঘুমিয়ে যায় ফুটপাতে"।
"পুলিশ এসে ধরে হাতেনাতে,
চোর বলে মেরে তাড়ায় তা হতে"।
"কে শুনিবে মোদের কান্না,
কেউ না দিবে ঠাঁই"।
"মা-বাবাতো দিল ফেলে,
কি করবো, কি মোদের উপায়??