আকাশে বাতাসে বইছে কোমল হাওয়া,
পাখিরা গাইছে বসন্তী গান,
শীতের বিদায়ের তরে এসেছে ফাগুন।
আজ বসন্ত,
এসো গাই তার জয়গান।
আজ ফুটেছে বাতাবি লেবুর ফুল,
গন্ধে তার জুড়ালো মন, করলো ব্যাকুল,
গাছে গাছে ফুটেছে কত বাহারি মুকুল।
আজ বসন্ত,
আজ পহেলা ফাগুন।
সেজেছে পল্লীমেয়ে আজ বাসন্তী সাজে,
খোপায় বেলী ফুল তার, পায়ে নূপুর বাজে,
তার পড়নের ঐ হলুদ শাড়ীই যেন বলছে,
আজ বসন্ত,
মনে ফাগুন হাওয়া লেগেছে।
আজ চারদিকে কোকিলের দল, ডাকছে বসন্তের ডাক,
শীতের মোহেরা আজ তবে, সব থেমে থাক।
আজ বসন্ত,
করলাম বরণ গেয়ে আগমনী গান।