তোমায় আমি চিনবো কিরূপে?
অতি নতুন!খ্যাতিমান!
রচিলে তোমার নাম,
দুরন্ত রূপে ঐশ্বর্যবান্!
নন্দিত তুমি!বিজিত সর্ব স্তরে!
দেখেছ কি নিজেরে আপন প্রতিবিম্বে?
তুমি আর আমি, শুধুই কি দ্বন্দ্ব?
রূপে-প্রতি রূপে, মিলেমিশে নই কি আরব্ধ?
আমায় তুমি চিনবে কিরূপে?
পুরাতন আমি!
গাই না কারও গান,
অপ্রকাশিত নিজের অখ্যাত নাম।
মানুষে-মানুষে মাতামাতি, বহু আলোড়ন জাগে,
আমার গল্প রচিত হয়না মুখরিত করে।
পূর্ণ-অপূর্ণ করে জীবনের হিসাব,
সত্যে অবিচল, নেই বিনাশ।
বিশ্বাস আর ভালবাসা গড়ে এই সংসার-
প্রতীতি আর নিষ্ঠা নিজ কর্তব্যের ভার।
কালের স্রোতে রয়ে-রয়ে টিকে সত্তায়,
স্থির মূল্যবোধ জাগে নবীন ছোঁয়ায়।
ধীর আত্ম প্রত্যয়, নিতান্ত নিঃস্বার্থ,
অবিচল অনিরুদ্ধ গন্তব্য অনুসন্ধানে।।
কে নবীন?
তুমি না আমি?
আলোকিত কে? নয় কি নবীন?
নতুন-পুরাতন, যুগ যুগান্তর রণে
আধুনিক মনন, প্রগতির অনুবর্তন।
অভিন্ন শুধু নীতি বা কৌশলে।
গল্পকথা গাঁথা দিনান্তের অনন্ত নীড়ে,
সুর, ছন্দ মুখরিত কালের গহ্বরে।
আগামী নির্বাচিত দিন-রাতের সম তালে,
ইতিহাস প্রণীত তোমায়-আমায় স্মরণে।