ছিলনা আমার হাতে তখন আলোক বর্তিকা,
পথের বাঁকে নিজেকে হারাবার কোনও ভয়,
ছুটে যেতাম ধান ক্ষেতের পথ ধরে বহুদূর চেয়ে,
বিশাল দিগন্ত ছুঁয়ে আলো যেথায় নিভে আর জ্বলে,
উড়ে যেত সাদা ঘূড়ি অসীমের ভেলায়,
খুঁজেছি সাদা নুড়ি, সারা দিন কাটাবো খেলায়,
সাদাময় জগত ছিল আমার পিতা-মাতামহের লগনে,
সাধাসিধে জীবন তবুও ছিল অসাধারণ স্বপ্ন মননে,
ফিরে যায় মন সেই বাসভূমে শিকড়ের সন্ধানে,
বড়ও সাধ জাগে গল্প গাঁথি সাদা জীবনকে নিয়ে।।

বেলি ফুলের সৌরভে ভরা সজীব গাছটি কবরে,
শ্রদ্ধায় মন ভরে যেত প্রপিতামহের স্মরণে।
সিক্ত মাটির পরম স্পর্শ, নতুন অনুভূতি প্রভাতে,
শিউলি ফুল কুড়িয়েছি অনেক অনাড়ম্বর মালা জড়াতে।
থোকায় থোকায় পেড়েছি ডুমুর অকাতর অবরোধে,
অশান্ত সময় চলে যায় কখন আবেগে অগোচরে।
পূর্ণ যেথা আমার জগৎ- অব্যক্ত ছন্দের সুরালাপ,
শৈশব কৈশোর জড়িয়ে ছিল কল্পনায় সদালাপ।
ফিরে যায় মন সেই বাসভূমে শিকড়ের সন্ধানে,
বড়ও সাধ হয় আবার গল্প গাঁথি সাদা জীবনকে নিয়ে।।

শিশিরে ভেজা ঘাসে পরে ছিল সাদা বকের পালক,
আনন্দে নেচেছি বৃষ্টির পানিতে জমিয়ে কত না শালুক!
বৈশাখ মাসে চলে যেতাম পাকা, মিঠা আম খেতে,
জোড়া-জোড়া আম ভরেছি ঝুড়িতে আম্রকানন হতে।
বর্ষার পানি ভাসিয়ে নিত কচুরিপানা অনেক দূরে,
ধরা হয়নি কোনোদিন আজও সাঁতার শেখার ছলে।
স্রোতের ভয়ে নিরূদ্ধ! হয়না জানা অনেক গল্প!
মিশে থাকে সবুজ মনে অতৃপ্ত বাসনা স্বল্প।
ফিরে যায় মন সেই বাসভূমে শিকড়ের সন্ধানে,
বড়ও সাধ হয় আবার গল্প গাঁথি সাদা জীবনকে নিয়ে।।

শরতের আকাশে নির্মল আলো, কাশফুল জাগে ডাঙায়,
নীলাভ ঊর্ধ্বে ভাসমান মেঘ অবিচল ভালোবাসায়।
হেমন্ত প্রকাশ ভিন্নরূপে প্রকৃতি নিথর স্তম্ভিত,
সাদা বেগুনি সিম ফুলে আঙিনা মোদের মাতানো!
শীতের রাতে কেটেছে কতো খরকুটু উষ্ণ করে,
আবৃতি শুনতাম দাদির কাছে নাটকের সংলাপ ধরে।
কল্পনায় এঁকেছি নিরন্তর ছবি সিরাজুদ্দউলা আরও কত বীরের
মহা পুরুষ হয়ে জেগে রয় প্রাণে সহসা মনের গভীরে।
আধো আঁধারে ঘুম ভেঙ্গে দেখি ‘ইষ্টিকুটুম হাজির’ নিমিষে
সুবহে সাদিকের প্রভাত শুরু দোয়েলের শিষ মিশে।
ফিরে যায় মন সেই বাসভূমে শিকড়ের সন্ধানে,
বড় সাধ হয় আবার গল্প গাঁথি সাদা জীবনকে নিয়ে।।

আলোক বর্তিকা কোথায় আছে জানা হল না আজও
জন্মে যে আলো দেখেছিলাম তার মূল্য অনেক বড়।
খুঁজে ফিরে মন আপনার তরে অমূল্য শৈশব,
কতো ভালবাসায় জরিয়ে আছে অনিন্দ্য বৈভব?
চির নিদ্রায় শায়িত যারা নিবিড় মাটির ছায়ায়,
পাব কি কভু তাদের দেখা অটুট, সম মমতায়?
পূর্ব-পুরুষের কথা হয় কি শেষ নিতান্ত লেখনীতে?
পিতা-মাতামহ আজীবন থাকে নিঃস্বার্থ নিবেদনে।
ফিরে যায় মন সেই বাসভূমে শিকড়ের সন্ধানে,
বড়ও সাধ হয় আবার গল্প গাঁথি সাদা জীবনকে নিয়ে।।

ফারহানা রুনা