দৃষ্টি যেথায় হারায়ে মিলায়,
দূর-বহুদূর অসীমের সীমায়,
আকাশ ধরে হাতের ছোঁয়ায়,
মৌন রাশি ঘোর নীলিমায়।
উর্বশী উথলিত উন্মুক্ত খেলায়,
বিস্তীর্ণ অপ্রতুল উত্তাল নেশায়।
সাগর যখন বন্ধু হয়ে,
দিবা নিশি নিত্য ডাকে,
রবির হাসি প্রথম প্রাতে,
আলো ঝরায় প্রবল স্রোতে।
সবুজ মাঠের পরের দেশে,
উদয় অস্ত রশ্মি হাসে,
মেঘের আড় লুকায় এসে,
পথকে হারায় অনিমেষে।
প্রশান্ত বা সদা গতিশীল,
বিকশিত!লুকায়ে অবলীল,
মরীচিকা জাগে ধূসর প্রান্তে,
পথকে ডাকে নিছক টানে।
উন্মনা মন ছুটে চলে,
দিকের দিশা পাবে বলে।
পথিক আমি চলছি অভয়,
সীমাহীন পথে সতত সময়।
আমার আকাশে মেঘ-রৌদ্রের মেলা,
মুক্ত-স্বাধীন!শুধু আশা-যাওয়ার খেলা।
স্বপ্ন গুলি যায়না বাঁধা স্থির সীমা রেখায়,
বৃহৎ রূপে মিলায়, আবার শূন্যে হারায়।
পাওয়া-না-পাওয়ার চির দ্বন্দ্ব-বৈচিত্র্য,
নিরন্তর খুঁজছি দিগন্ত, তোমার অস্তিত্ব।