আর কত গুম, আর কত হাহাকার,
বুক ফাটিয়ে কাঁদে জনতার আহ্বান,
বিচারের কাঠগড়ায় ন্যায়ের সুর,
তবু শোনে না অন্ধ প্রশাসন!
রক্তের দাগ মুছে ফেলো কিসে?
কান্নার স্রোত কি থামে বৃষ্টি জলে?
মায়ের চোখে শুকনো অনল,
প্রতিবাদ ওঠে কেবল শোকসভায় বলে!
নদীর বুকে লাশের স্রোত,
শহরের দেয়ালে অশ্রুর ছাপ,
স্বপ্নগুলো শুয়ে আছে নির্বাক,
কেউ তো জানে না তাদের পাপ!
ঘাতকের হাতে বুদ্ধির প্রদীপ,
বিচার কি তবে নিভিয়ে গেল?
স্বপ্নের দেশে, সত্যের শপথ,
আজ কি তবে হারিয়ে ফেল?
তবে মনে রেখো, এই আঁধারে,
আলোর মশাল জ্বলবেই আবার,
ন্যায়ের রথ চলবেই সমুখে,
ভেঙে দেবে সকল অত্যাচার!
যতই আসুক ভয় আর শঙ্কা,
সত্যের কণ্ঠ রুদ্ধ কি হয়?
রক্তের প্রতিটি ফোঁটায় লেখা,
শহীদের নাম, অমর পরিচয়!
তাই বলি আজ, বলবো চিরকাল,
মানবতার মৃত্যু কোথায়?
যদি জেগে থাকে, এই জনতা,
ন্যায়ের মশাল তখনো রয়!