নিরন্তর খুঁজে ফিরি আমি,
শান্তির খোঁজে দিনরাত,
শান্তি কোথাও নাই রে আমার,
শান্তি কোথাও নাই, কোথাও নাই।
শান্তি ছিলো মাঠে খেলা,
বেঞ্চে বসে বইয়ের ছোঁয়া,
শান্তি ছিলো গাছের তলে,
গোল্লাছুট, মধুর সঙ্গী বেলা।
শান্তি ছিলো হাওয়া খাওয়া,
গোলাপের সাথে হাসি-ধ্বনিতে,
শান্তি ছিলো দাদা-দিদির কাছে,
তাদের গল্পে, চিরকাল ভালোবাসা।
শান্তি কোথাও নাই রে আমার,
শান্তি কোথাও নাই, কোথাও নাই।
শান্তি ছিলো রিকশায় চড়া,
মাঠে ধানের সোনালি ঝরা,
শান্তি ছিলো সাইকেল রেসে,
বন্ধুর সাথে মজার মঞ্চে।
শান্তি ছিলো মায়ের হাতের রান্না,
ভাতের খোঁজে, চিড়ে-পান্না,
শান্তি ছিলো পুকুরের ঘাটে,
জল খেলো, মধুর কথা সাথী।
শান্তি কোথাও নাই রে আমার,
শান্তি কোথাও নাই, কোথাও নাই।
শান্তি ছিলো সেই পুরনো স্কুলে,
বেলুন উড়ে, সাইকেল-রেসে,
শান্তি ছিলো আড্ডার মাঝে,
বন্ধুদের সাথে, হাসির স্রোতে।
শান্তি ছিলো সে নীল মাঠে,
ধানে ভরা, আকাশ গাঁথা,
শান্তি ছিলো জীবন অমল,
তবে আজ কোথায়, শান্তির বল।
শান্তি কোথাও নাই রে আমার,
শান্তি কোথাও নাই, কোথাও নাই।