চাঁদের আলো হাসে নরম, জোছনায় ভরে আকাশ,
খুশির বারতা ছড়িয়ে পড়ে, মিটলো যত তৃষ্ণার পিপাস।
সংযম শেষে আনন্দ গাঁথা, উঠল প্রাণে সুর,
পবিত্র এই ঈদের দিনে, উঠুক খুশির নূর।
শিশুর মুখে মিষ্টি হাসি, হাতে নতুন জামা,
রঙিন স্বপ্ন বুনছে সবাই, খুশির ছোঁয়া ঘেরা।
বাবার হাতে ইদের সালামি, ভাই-বোনের খুনসুটি,
দাদি-নানির স্নেহের ছোঁয়া, ভালোবাসার ঝুঁটি।
মসজিদের দরজায় বাজে, নামাজের আহ্বান,
সেজদায় লুটায় কোটি প্রাণ, প্রশান্তির গান।
একই কাতারে রাজা-ফকির, ধনী-গরিব সবাই,
ঈদের মোনাজাতে ভেসে যায় চোখের জলে ভাঁই।
পথের ধারে ক্ষুধার্ত জন, চেয়ে থাকে চুপটি,
ঈদের খুশি ছড়িয়ে দিই, মিলাই হাসির রূপটি।
ভালোবাসার দানে ভরে, হোক মানবতার জয়,
মুছে যাক সব হিংসার দেয়াল, বন্ধুত্ব থাকুক রয়।
মিষ্টির সুবাস উড়ে এসে, ভাসায় সুখের ঢেউ,
শাহী পোলাও, সেমাই-ফিরনি, ঘরে ঘরে খেউ।
আত্মীয়-স্বজন মিলছে হাসি, উঠছে প্রাণের ডাক,
হৃদয় খুলে বলছি সবাই— ঈদ মোবারক!