রাজা আসে, রাজা যায়, পালটে শুধু মুকুট খানি,
সিংহাসনের রঙ বদলায়, বদলায় না গরিব জানি।
চাবুক মেরে যে নিয়েছিলো, সেও রাজা, জানো তো?
সান্ত্বনা দিয়ে যে ভুলালো, সেও রাজা, মানো তো?
কেউ বলে সে মুক্তিদাতা, কেউ বলে সে নবীন পথ,
কেউ বলে সে সোনার মানুষ, আনবে সে এক নতুন রথ।
প্রজা শুধু হাততালি দেয়, স্বপ্ন দেখে ভোরের আলো,
স্বপ্ন ভাঙে, রাজা হাসে, আবার নামে রাতের পালো।
পুরনো সেই ইতিহাসে, রাজার ছিল সোনার ঢাল,
তলোয়ারও ঝলসে উঠত, নামলে মাঠে রাজ্যকাল।
দিন গড়াত, রাত নামতো, রক্ত ঝরার গল্প থাকত,
রাজায় রাজায় যুদ্ধে বাঁচত, প্রজার জীবন কিছু থাকত?
তারপর এলো নতুন যুগ, রাজার নামে গণতন্ত্র,
নির্বাচনের নৌকো ভাসে, পাল তুলে দেয় মিথ্যে মন্ত্র।
সেই তো আবার সেই রাজারা, শুধু কৌশল আরেক রকম,
কেউ দেয় স্বপ্নের প্রতিশ্রুতি, কেউ দেয় লোভের বোকা ফাঁদ।
প্রজা ভাবে এবার বুঝি পাল্টে যাবে নিয়তির বাঁধ,
প্রতিশ্রুতির রঙিন মেলায়, বিকোয় শুধু বেঁচে থাকা সাধ।
রাজা শুধু বদলায় রঙ, পোশাকটুকু নতুন হয়,
গরিবেরা অভাগা থেকে, কষ্ট নিয়ে তবু রয়।
সামনে এলেই নতুন রাজা, নতুন সুরে বাজায় বাঁশি,
সুশীলেরা হিসেব বোঝে, বুদ্ধি খাটায় শাণিত চাষি।
সুবিধাবাদী পথটা খোঁজে, উঁচু থেকে নিচের দিকে,
আমজনতা বোকার মতো, স্বপ্ন দেখে চোখের ভিড়ে।
এভাবেই চলে যুগের চাকা, চাকা ঘুরে দিনটা যায়,
স্বপ্ন দেখে দরিদ্র মানুষ, রাজা হাসে, হাত নাড়ায়।
রাজা এলে মঞ্চ সাজে, জ্বলতে থাকে আশার বাতি,
শেষমেশ সব নিভে গেলে, শুধু থাকে কান্নার গাঁথি।
তাই বলি আর বোকা হয়ো না, রাজা যতই নতুন হোক,
রাজ্যটাকে আপন মনে করো, তাহলেই হবে মুক্ত লোক।
রাজা নয়, প্রজা জাগলে পাল্টে যাবে ইতিহাস,
তবেই পাবে নতুন সূর্য, সত্যিকারের স্বর্ণবাস।