## গরিবের স্বপ্ন
লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ।
-------

গরিবের ঘরে জন্ম নিয়েছি,
তাই কি আমায় হারতে হবে?
স্বপ্নগুলো পুড়বে আগুনে,
কাঁদবে মন দিনরাতে রবে?

বড়লোকেরা ভুল করলেও,
সমাজ বলে, "এ কিছু নয়!"
গরিবের ছোট্ট ভুল হলে,
সমাজ বলে, "পাপী ও হয়!"

অভাব আমার নিত্যসাথী,
তবু আমি স্বপ্ন দেখি।
শ্রমের ঘামে দিন গড়িয়ে,
আলো আসে আঁধার রেখি।

অবহেলার তীর সহ্য করি,
তবু আমি লড়ে যাবো।
মাথা উঁচু করেই এবার,
ভাগ্যটাকে গড়ে নেবো।

সমাজ যাদের নিচে ফেলে,
তাদের যুদ্ধে জয়ী হতে হয়।
চেষ্টা থাকলে, শ্রম দিলে,
সফলতা তো আসবেই এক সময়!

দিনের পরে রাত যে আসে,
আবার সূর্য ওঠে শেষে।
আজকে আমি কাঁদি বটে,
আগামীটা হাসব বেশে!