কোটার জায়গায় কোটাই রইলো,  
মেধার হলো না জেতা,  
অন্যের ঘাড়ে সিঁড়ি বানিয়ে,  
টোকাই হলো নেতা।  

কৃষকের ঘামে সোনার ফসল,  
চুরি হলো খামারে,  
পরীক্ষা দিলো যারা রাত জেগে,  
তারা রইলো নামারে।  

নীতির বুলি মুখে নিয়ে,  
স্বার্থ যারা বুনে,  
সেই সমাজেই সৎ মানুষেরা  
বন্দী কেবল শুনে।  

অধিকার নিয়ে প্রশ্ন করলেই  
হুমকি আসে তেড়ে,  
মুখ বন্ধ করতে চায় তারা,  
মিথ্যা কেসের বেড়ে।  

পরিশ্রম যাদের পুঁজি,  
স্বপ্ন গড়ে তারা,  
তারাই থাকে অন্ধকারে,  
আলো পায় না সারা।  

মাটির মানুষ, সোনার ছেলে,  
কেন রবে লুপ্ত?  
মেধার সাথে বৈষম্যের খেলা  
একদিন হবে স্তব্ধ!  

দিন বদলাবে, সূর্য উঠবে,  
সত্য আসবে ফিরে,  
কোটা যাবে, মেধা হাসবে,  
সেই দিন আর দেরি কিরে?