আয়না ধরো, মুখটা দেখো,
চোখে কেন বিষণ্ন রেখো?
চামড়ার নিচে লুকিয়ে আছে,
কত ব্যথার অজানা লেখা।

রঙ মাখিলে ঢেকে যাবে,
বাহির যত ক্ষত-বেদনা।
কিন্তু বলো, মনের দাগে,
লাগবে কোন ওষুধ-সুধা?

দিনের আলোয় মুখ দেখালে,
চোখের ভাষা পড়বে কে?
হৃদয় যদি কলুষ থাকে,
সে কি আর মুখে ঢাকে?

দাঁড়াও এবার আয়নার তলে,
জিজ্ঞেস করো নিজেকে তুমি,
কোথায় ছিলে, কী বা করলে,
শুদ্ধ করো আত্মার ভূমি।

রূপের মোহে ভেসে গেছি,
ভুলে গেছি সত্য কোথায়!
আয়না জুড়ে দাগ বসেছে,
শুদ্ধ হলে মুছবে তবু আয়।

চোখের তারা জ্বলে যখন,
মন যে তখন স্বচ্ছ হয়,
বাহির যত রঙে ভরো,
ভিতর কালো থাকলে ক্ষয়।

সাজতে গিয়ে আয়না দেখো,
ভিতরটাকে সাজাও আগে,
চোখে রাখো শুভ্র দৃষ্টি,
প্রভা ফুটুক হৃদয়-রাঙে।

সৌন্দর্য যদি থাকে মনে,
মলিন মুখেও দাগ ঝরে,
আত্মার আলো জ্বলে উঠে,
সত্যের আয়না সেথা ভরে!