টাকা রাখতে চাই রাখতে পারিনা। 💸
না খাই গাঁজা মদ, না খাই বিড়ি
না করি কারো সাথে প্রেম পিরিতি
দিনে রাতে অংক কষেও হিসেব মিলেনা!
টাকা রাখতে চাই রাখতে পারিনা!!
ঘরে বসে ভাবি, কিছু করতে চাই,
কিন্তু কিছুতেই টাকা জমে না, ভাই।
চোখে সপ্ন, কিন্তু হাতে কিছুই নেই,
টাকা ছাড়াও জীবন কিভাবে এগোবে এই?
অথচ কষ্ট, কেবল কষ্ট —
কিভাবে টাকা জমাই? কিভাবে সান্ত্বনা পাই?
বছরের পর বছর, শুধু লড়াই,
আবারো সেই প্রশ্ন— টাকা, কোথায়?
মনে হয় যেন ভাগ্যও দেয়না সঙ্গ,
পরিশ্রমে নয়, দুর্ভাগ্যে আর মন্দ!
মাথার মধ্যে ভিড় কেবল ভাবনার,
আবারো কি কি ভুলে গেলাম?
ফেরোই কি টাকা? নাকি দুঃখের জাহাজ!
অর্থ নেই, কিন্তু দুঃখ যেন জমে একরাশ।
তবু হাসি মুখে চালিয়ে যাই পথ,
একদিন হয়তো মিলবে কোনো সুখের গত।
টাকা রাখতে চাই, রাখতে পারিনা!!