হয়তো দুদিন, বা ষাট বছর,
হাঁটবো এ পথে কণ্টক ঘিরে,
স্বপ্নের রথে চড়াবো প্রহর,
কিছু হারাবো, কিছু পাবো ফিরে।

সূর্যের আলোয়, চাঁদের জোছনায়,
ভিজবে এ মন কাঁদা-বৃষ্টিতে,
আঁকবো কাব্য প্রেমের স্পর্শে,
কিংবা দুঃখের সুনিবিড় চিঠিতে।

দিনের খেয়ালে রাতের ছায়ায়,
নতুন গল্পের পাতা খুলে,
কখনো হাসি, কখনো ব্যথা,
রঙিন স্মৃতির গীত রচি তুলে।

জীবনের দামে দিবো কর,
সুখের খোঁজে ব্যাকুল হৃদয়,
অশ্রু-হাসির মিশ্র সুরে,
বুনবো প্রীতির সোনালি আবয়।

ফেরেশতা নই, মানুষ আমি,
ভুলের আঁচলে জড়িয়ে আছি,
তবু চলবো আশা বুকে,
সত্যের পথে আলো বাতি।

যতই থাকুক বাঁধার দেয়াল,
যতই ঝরুক ব্যথার ধারা,
তবু পথিক, রবে অটল,
জীবন আমার নির্ভীক তারা!