একদিন গুমোট অন্ধকার ভেদ করে
লাশেরা উঠবে একযোগে চিৎকারে,
যারা এতকাল চুপসে ছিল মাটির তলে,
তারা জানিয়ে দেবে তাদের শেষ অবস্থা।
খুনীদের মুখ যাদের চেনা ছিল না,
তাদের পরিচয় উঠে আসবে সবার সামনে,
যারা হাত রেখে ছিল রক্তে ভেজা অস্ত্রের পাশে,
যারা লিখেছিল কলমে সেই রক্তের কাহিনি।
বইয়ের পাতায়, সুরের স্রোতে
যারা শুদ্ধতার মিথ্যে গেয়েছিল গান,
তাদেরও একদিন আসবে হিসাবের পালা,
তাদেরও দাঁড়াতে হবে কাঠগড়ায়,
যতই তারা মুখে সাজায় যতই যত্নে সুরে।
লাশেরা কখনও ভুলে না কোনও চিহ্ন,
এরা জানে, শেষ নিঃশ্বাসের পরও
প্রতিটি রক্তের দাগ থাকবে অক্ষয়,
যতই সময় বদলায়, যতই ঘনীভূত হয় মেঘ।
একদিন, একদিন,
সত্য জেগে উঠবে,
লাশেরা নিজেদের নাম বলবে—
এবং তাদের মুখে শোনা যাবে
মৃতদের প্রতিশোধের প্রতিধ্বনি।