দামামা বাজে, যদি আসে যুদ্ধের আহবান,
তবে আমরাই হবো প্রথম, শোনাবো– শাহাদাতের আজান।
জুলুম যখন বাড়ে গিয়ে সীমা ছাড়ায় বারংবার,
আমরা দাঁড়াই সত্যের পক্ষে, নিপীড়িতের অধিকার।
ফিলিস্তিনের শিশুর চোখে রোদন নয়, হোক দীপ্তি,
সেই চোখে দেখা স্বপ্নগুলো ফিরিয়ে দিতেই নীতি।
মসজিদে আকসা কাঁদে, রক্তে ভিজে যায় পাথর,
প্রতি ফোঁটা রক্তে ওঠে, মুক্তির একেক জ্বালামুখর।
আমরা বলি—ভয় করি না মৃত্যু, চাই না সুখের লোভ,
মানবতার ডাক এলে, ন্যায়ের পাশে থাকাই রীতির সব।
বুকে কোরআন, হাতে পতাকা, কণ্ঠে প্রতিজ্ঞার গান,
ফিলিস্তিন তুমি একা নও, পাশে আছি– মুসলমান।
আমরা যুদ্ধ করি না হিংসায়, নয় তা দম্ভের ভাষা,
শুধু চাই ন্যায়ের আলো, মুক্ত হোক প্রতিটি আশা।
যদি পড়ে যাই মাটিতে, হাসি মুখেই বলি সে নাম—
এই মৃত্যু নয় শেষ, বরং শহীদের অমর গ্রাম।