আধুনিকতা কি শুধুই
দ্রব্য মূল্যের উর্দ্ধগতি,
নাকি এক অনাহারি শিশুর
বুক ফাঁটা হা-হা-কার?
আধুনিকতা কি শুধুই
নদীর বুকে চড় জাগানো,
নাকি নদীর বুকে জল শুকানো
মরুভূমির প্রান্তর?
আধুনিকতা কি শুধুই
বিল-ঝিল ভরাট করা,
নাকি মৎস কুলের আবাস কমিয়ে
মাছে ভাতে বাঙ্গালীর
প্রান কেড়ে নেওয়া?
আধুনিকতা কি শুধুই
বড় বড় দালান-কোঠা
নাকি আবাদি জমির পরিমান
কমাতে কমাতে আরোও
আমদানি নির্ভর হওয়া।
আধুনিকতা কি হতে পারে না
কৃষকের মুখে হাসি?
হতে কি পারে না
নদীর বুকে জল কিংবা
হাওর-বাওর, বিলের-ঝিলের
মাছে মাছে ভরা প্রান্তর।
হতে কি পারে না দ্রব্যমূল্য
হাতের নাগালে রেখে
অনাহারি শিশুর মুখে
একটু হাসি দিতে?