ওগো বিধি
কত রুপে রাঙ্গিয়েছ তুমি
মানুষ আর প্রকৃতিকে।
তোমার দৃষ্টি নন্দিত সৃষ্টিতে
কী অপরুপ দিয়েছো ঢালিয়া,
প্রকৃতি আর মানুষের মাঝারে
আপন করিয়া।
ওগো বিধি,
যে রুপ দেখিয়েছো মোর
ক্ষণজীবনে, চোখেরই সামনে;
ফেলিতে পারিনি আমি
চোখেরই পাতা,
পারিনি দিতে দাড়ি-কমা
একবারও মোর চাহনিতে।
ওগো বিধি,
এখন তুমিই বলো
কত মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম
তোমার সৃষ্টির মাঝারে।
যে বিধির সৃষ্টি এতো সুন্দর
না জানি তুমি বিধি
কত অপরুপ, কত সুন্দর।