বাংলাদেশের কত মানুষ
পায় না খেতে ভাত,
সেদিকে মোদের খেয়াল নেই
খুজছি টাকার গাছ।

অনাহারি মানুষগুলোর হচ্ছে কত কষ্ট
বাবা মায়ের টাকা গুলো করছি বৃথা নষ্ট।

অনাহারি মানুষগুলোর দুঃখে হৃদয় ছোঁয়া
পার্কে বসে প্রেম করছি, খাচ্চি বাদাম মোয়া।

শহর বন্দর অলি গলি সকল রাস্তা ঘাটে,
অনাহারি মানুষগুলো ক্ষুধার কষ্টের হাটে।