হঠাৎই কানে বাজে
মায়ের চুরির আওয়াজ।
বধূ সেজে এসেছিলেন
রাধছেন, আজও রাধছেন।
তবু যেন সেই রান্নার স্বাদ
শেষ হবার নয়।
বরং ডাল-ভাত কিংবা
লাউয়ের পাতা দিয়ে শুঁটকি সিরা,
আজও সেই স্বাদ পেট ভরিয়ে দেয়।
পরিবর্তন শুধু বয়সে,
কালো কেশে আসা মা
আজ বৃদ্ধ প্রায়।
কিন্তু সন্তানের প্রতি ভালোবাসা
রান্নার স্বাদের মতো
আজও শেষ হবার নয়,
ভালোবাসি মা।