আমার আমি কিংবা তোমার তুমি
একই মাটিতে গড়া,
হয়তো বা কালো সাদার মিশ্রনে
দুজন আলাদা।
কালো হয়ে জন্মালাম
বলে কি পাপ করলাম?
আর কেনোই বা পাপ হবে,
আমরা সবাইতো এক স্রষ্টার
কুদরতি মাটি দিয়ে গড়া।
তবে কেনো? কেনো,
কালো-সাদার বিভেদ?
কেনোই বা একটু ভালোবাসা
দিতে তোমার এতো বাধা।
আসলে রুপ থাকলে
রুপসী হওয়া যায় কিন্তু
দেহের ভিতর মন না থাকলে
মনের পরিধি কতটুকু
তা বুঝা যায় না।