এলাচি, তুমি তো বাহিরে সাদা
ভিতরে কালো বর্ণ।
তবুও তো সুঘ্রাণ ছড়াও
রমনীর রান্নার পাত্রে।

এলাচি, তুমি কি দেখেছো?
তোমার মতো
বাহিরে সাদা, ভিতরে কালো।
তুমি এলাচির সামান্য
সুঘ্রাণও  ছড়াতে পারে না
নিচ সেই বকধার্মিকরা।