বাংলার ষোল কোটি জনতার গলে পড়িয়ে দাও, স্বাধীনতার শ্বাশত তৃষ্ণার এই প্রতিবাদী মালা..
-ওহে বন্ধু সীমানার বাঁধন ভেঙ্গে, দিকে দিকে আজ তোরা ছুটে আয় ,
-শোষণ নিপীড়ন সন্ত্রাসী চামচায়, বাংলার স্বাধীনতা ডুবিল যে হায় !!
-চোরের দল মাফিয়ার হাতে, কলুষিত হলো দেশ বিশ্বের দরবারে ,
-আর কত অবিচার জুলুম নিপীড়ন হলে, বীর বাঙ্গালী গর্জে উঠতে পারে ?
-আজ গণতন্ত্রের নামে গণ ধোঁকাবাজি, রাতের আধারে চলে ,
-চুরির পাহারায় প্রশাসন আজ, চোরের হয়েই কথা বলে !!
-এই বাংলার জমিন, নয় কোন দলের পৈতৃক নিবাস ,
-দাদা দাদা বলে গোলামির জিঞ্জির, বীর জনতার নেই পড়িতে আশ ।
-ন্যায়ের মিছিলে কেন ছাত্রসমাজ, হয় আজ প্রহারের শিকার ??
-তারা কি নয় জাতির তুর্য বালক, অন্যায়ের বিরুদ্ধে তোলে প্রথম হুংকার ?
-লকডাউনের কাঁটাতারে আজ, শিক্ষাঙ্গন হয়েছে পঙ্গু, বিকৃত ভাগাড়,
-অফিস-আদালত বাজার ছেড়ে, করোনা কেন শিক্ষায় করে বিস্তার ?
-শিক্ষা ব্যাবস্থার এই শোচনীয় ক্ষতি, কি দিয়ে বলো পোষাবে সরকার ?
-আর নয় পিছিয়ে থাকা, লাথি দিয়ে ভেঙে ফেল সব তালা দেয়া দ্বার !
-ছুটে আয় ওরে ছাত্র সমাজ, বুঝে নিতে নিজ অধিকার ,
-দেশের স্বাধীনতা ফিরে পেতে চল, তারুণ্যের বিপ্লব গড়ে তুলি আবার ।
-বিকৃত এই ডিজিটাল আইন, বাক স্বাধীনতা দিয়েছে স্তব্ধ করে ,
-জবাব দাও লেখক মোশতাক, কারাগারে পচে কেন মরে ?
-চেয়ে দেখো আজ নিত্যপণ্যের দাম, বেড়েছে দ্বিগুণ হাড়ে ,
-বলো অসহায় নিম্নবিত্ত মানুষের জীবন, কিভাবে চলতে পারে ?
-আমার দেশেই কংক্রিট ভেঙে, লোহার বদলে বাঁশ পাওয়া যায় !
-নয়তো কিভাবে বিশ্বের মাঝে, দুর্নীতি করে বাঙালি প্রথম স্থান পায় ?
-উচ্চ বাজেটেও নিম্নমানের পণ্য ব্যবহারে, আমরাই হয়েছি সফল ,
-কাজ শেষে মাস না যেতেই, বেহাল রাস্তায় লাগানো যায় ফসল !
-ভূমিহীন কৃষকেরে দেয়া বাড়ি, ভেঙে পড়ে হাতের ধাক্কায় !
-আফসোস দুর্নীতি ঘুষ জালিয়াতির, বাকি নেই কিছু এই বাংলায় ।
-দেখো বছরজুড়ে ভেজালের সয়লাভে, বিপনী গুলো হয়েছে বিষাক্ত ভাগাড় !
-কোথায় বিএসটিআই আমলার দল, জনস্বাস্থ্য রক্ষার নাই কি দরকার ?
-আজ অসাধু ব্যবসায়ী শালারা, কালোবাজারির দল বিপর্যয় এনেছে বাজার জুড়ে ;
-পন্যের কৃত্রিম সংকট করে, উচ্চমূল্যের আগুনে বাজার দিয়েছে পুড়ে ।
-দিন দিন আজ বেড়েই চলেছে, শিক্ষিত বেকারের হার ,
-কি নিয়ে এতো বুক চাপড়াও, জনতা যখন জনশক্তি হয়নি তার ?
-লক্ষ লক্ষ যুবক এখন চাকুরি তরে, অসহায়ে ঘুরে দুয়ারে দুয়ারে !
-লকডাউনের কষাঘাতে চাকুরি হারা,পরিবারগুলো কাটাবে কি অনাহারে ?
-আজ বিচারের নামে প্রহসন চলে, বছর ঘুরেও পায়না বিচার !
-প্রকাশ্যে খুন করেও পার পেয়ে যায়, অবৈধ টাকা থাকে যদি তার ।
-আজ যেখানে সেখানে সরকারি টোলের নামে, বৈধ চাঁদাবাজি চলে ,
-সব দেখেশুনে প্রশাসন চুপ করে থাকে, কেন কথা নাহি বলে ??
-প্রশাসন তাদের গুন্ডা বলে, বুক চাপড়িয়ে যায় মাফিয়ার দল !
-জনতার বন্ধু হয়ে প্রশাসন তুই, ন্যায়ের পোশাকে ছুটে তবে চল ,
-সকল বাহিনী বুক চাপড়িয়ে বলো, মোরা জনতার বন্ধু জনতার বল ,
-আমরা নই কারো চামচা গোলাম, মানি নাকো কোন দল ।
-দেশের জন্য গন মানুষের তরে, শহীদের শপথ আমরাই নিয়েছি প্রথম !!
-আমরাই বাংলার বন্ধু হয়ে, অবিচার জুলুমের বিরুদ্ধে হইবো চরম ।
-ধর্ষণ, গুম, হত্যায়, দেশ আমার গিয়েছে আজ ভরে !
-আফসোস আমার হৃদয়ের এই প্রতিবাদী রক্তক্ষরণ, বলবো কাহার তরে ?
-ওহে বন্ধু সকল দল, মত, লীগ, বিভাগ প্রশাসন ,
-তোমাদের কাছে মম ব্যথিত হৃদয়ের এই নিবেদন ;
-ভুলোনা লক্ষ শহীদের আত্ম ত্যাগে পাওয়া, ঐ স্বাধীনতার স্বাদ ,
-মোরা গণতন্ত্র তরে ষোল কোটি জনতার জন্যে, করে যাব প্রতিবাদ !!