আদমকে প্রভু সৃষ্টি করে, ঠাই দিলেন জান্নাতে ;
হীরা-পান্না, মণি-মুক্তো ঘেরা, মেহেরাব পেল সজ্জাতে !
অসংখ্য ফলের বাগান, কাননে ফোটে পুষ্পের ফুলঝুরি ,
সুখের নীলিমায় পথ ঘাটে ছেয়ে থাকে, স্বর্ণের নুড়ি !
প্রাসাদ মহল অজস্র আছে, নেই যার সীমানার বাঁধন ,
রাজ মুকুটে ঘুরেফিরে সবুজ উদ্যানে, দেখে অজস্র রাজকীয় ভবন !
এত আয়েশ-আরাম পেয়ও বিষন্নতায়, কেন তার মুখ মলিন ?
কিসের অভাব হয়েছে তাহার, কিসের তরে চোখের পাতা হয়েছে ক্ষীণ ?
হঠাৎ যেদিনে দেখিল আদম, হাওয়া নামের অপরূপা সেই নারী !
তাহার আঁচলে পেল কোন সে সুখ, দিয়েছে প্রভু তারি ?
এত সুখ আর ঐশ্বর্যেও যদি, আদম না পায় শান্তি !!
আমি তবে কেন এই আবদ্ধ একলা ঘরে, খুঁজে পাবো প্রশান্তি ??