মস্তিষ্কের গহীনে; প্রযুক্তির ধ্বংসাত্মক অস্তিত্বের আধিপত্যকারী, অদৃশ্য শয়তানের বিরুদ্ধে এ আমার নৃশংসতা..
_
কালের পরিক্রমায় আধুনিকতার ছোঁয়া লেগেছে বহুদূর ,
জীবনের মানে বাড়িয়ে সে যে, মানবিকতা করেছে চূড় ।
বদ্ধ ঘরে বসে একলা, করে যাই
প্রযুক্তির গোলামী ;
অস্তিত্বের সংকটে, অন্ধ মোহে তবুও পড়ে থাকি আমি ।
রাতের আধারে পাপের মোহ, গ্রাস করে যুবকের মন ;
বিয়েকে কঠিন করায় অসভ্যতার বর্বরতা, বেড়েছে এখন ।
আমার দেশের মা-বোন আজ, ঘরের মাঝেও নয় তারা নিরাপদ !!!
ধর্মের বাণী ভুলে গিয়ে আজ, যুবক লয়েছে ধর্ষকের পদ !!
মানবিকতার পরাজয়ে আজ, কেউ নয় কারো আপন ;
ছেলের হাতে বাবা খুন হয়, বৃদ্ধাশ্রমের কাঁদে মায়ের মন !!
নাস্তিকের দল শয়তানের পূজা করে, বিশ্বের আজ করেছে এমন দশা ;
সকল ধর্মের অস্তিত্ব মুছে, পাপের পৃথিবী গড়াই এদের আশা ।
এই ভন্ডের দল জানে, কোথায় আঘাত দিলে জাতি হবে ধ্বংস ,
তারুণ্যের পঙ্গুত্বেই, নিঃশেষ হবে আগত জাতির বংশ !
জনপ্রিয়তায় ভর করে এরা, উচ্চ মঞ্চে লয়েছে আসন ;
অনুকরণে তৃষ্ণা মিটাতে, জাতি আজ ধরেছে তাদের চরণ !!
রহস্যের ঘ্রাণে, চেঁচিয়ে ইলুমিনাতির প্রচার করেছি আমরাই ;
দেখ ইন্টারনেটের আধার কূপে, এদের ভক্ত তোমারি যুবক ভাই !
এই ইন্টারনেটের আশি শতাংশ জুড়েই, নগ্ন নারী আর যেনা-ব্যভিচারের কান্ড !!
লোভের টোপে ক্ষুধাতুর যুবক দিয়ে, গড়েছে এরা পর্নোগ্রাফির ভান্ড ।
মহাবিশ্ব আজ বড়ই সংকটে !
এসেছে ধ্বংসের একান্ত নিকটে ।
হে যুবক মম সমগ্র মানবজাতি, সত্য আজ করিছে তোমাদের আহ্বান !!
মানবিকতার উদগ্রীবনে, সত্যের পথে চলো বিশ্বকে করি বিনির্মাণ ।