তালাশ
ফয়েজ আহমেদ রাজু

আমি সুন্দরের মাঝে সত্য খুঁজেছি,
দেখলাম সুন্দর মানেই সত্য।
খিলখিল হাসির শব্দ,অতি আদরের কিছু প্রার্থণা,
শিশুর স্বাগত বার্তা,মুসাফিরের আশ্রয় কিংবা
প্রচন্ড ঝড়ের পর পাখিটির নীড়ে ফিরা।
আবার কনকনে শীতে রোদের ঝলক,
আর ক্ষুধার্তের কাছে সুকান্তের সে রুটির আশ্বাস।
এসব কিছুই সুন্দর,তাই এসব কিছুই সত্য।

আমি হতাশ হয়ে ফিরে এলাম,
যখন সত্যের মাঝে সুন্দরের তালাশ করেছি।
দেখেছি সত্যের বর্বরতায় শত জনমের সুন্দর হারিয়েগেছে।
সত্যের ওজনে স্কন্ধ বসে পরেছে সুন্দরের।
সত্য পথে পথে জীবনের প্রতি শ্রদ্ধাকে হত্যা করছে।
আর এ সত্যই সুন্দরের খোঁজে মৃত্যুপুরীতে পাড়ি জমাচ্ছে।