স্বপ্নবিলাস
ফয়েজ আহমেদ রাজু

আমার বিবেচনা এখন আর সিন্দাবাদের ভূত ভেবে শান্ত হয় না
ক্ষান্ত হয় না ভিক্টোরিয়ার কালো পরীটাকে ভেবে
কাল্পনিকতা আমার অ্যাকুয়াস হিউমার শুকিয়ে ফেলেছে
আমার চোখ বিষাক্ত জীবানুদের বাসস্থান এখন
আমার পলক সর্বদাই ভীত সন্ত্রস্ত থাকে
রাত ঘুমে আমি স্বপ্ন দেখি না জানো
মুক্ত প্রান্তরে সংকীর্ণতার মেঘের নিকশ আঁধার
কেন্দ্রীভূত হয় যখন
তখন আমার অভিমান সেই কাকতাড়ুয়ায়
যা শূন্য ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে অপলক তাকিয়ে থাকে
আমার হিংসা হয় সেই চোখ যুগলে যা ছলছল করে
যার কৌতূহলের চিৎকার শব্দহীন থাকে

কেননা আমি স্বপ্ন দেখতে চাই
আমি চাই হতে স্বপ্নবিলাসী
আমার চোখে ভীষণ তৃষ্ণা
তীব্র ক্ষুধা আমার বাসনার
অসহ্য যন্ত্রণা আমার যাতনার
আমি আবুল কালাম আজাদের সেই স্বপ্নটি দেখতে চাই
যা আমাকে জাগ্রত রাখবে অনন্তকালের জন্য