শহর
ফয়েজ আহমেদ রাজু
শহর আমাকে জীবন দেয়নি,দিয়েছে নিয়মানুবর্তিতা
শহর আমাকে সহায়তা শিখায়নি,শিখিয়েছে প্রতিযোগিতা
শহর আমায় আধুনিকতা দেয়নি,দিয়েছে সংকীর্ণতা
উপহার দিয়েছে আনন্দ অশ্রুর আড়ালের বিষন্নতা
শহর আমায় সম্পর্ক দেয় নি,দিয়েছে বিচ্ছিন্নতা
শহর শিখিয়েছে বাস্তবতার মোড়কে নির্মমতা
শহর আমায় প্রযুক্তি দিয়াছে,জীবন সহজ করেছে বেশ
কিন্তু নিরেট অনুভূতির সহজ প্রকাশ করেছে নিঃশেষ
শহরে প্রাণের স্পন্দন ঘড়ির কাঁটার শব্দ মেনে চলে
শহরে সুখের হাসিতে স্বার্থের ঘ্রাণ লেগে থাকে
শোকাহত হৃদয় একটু সহানুভূতি খুঁজে ফিরে
কান্নার আওয়াজ এখানে বিরক্তির সৃষ্টি করে
পথচারীর ক্লান্ত চরণ আঁধারেও খুঁজে সীমানা
ডাকপিয়ন তার চিঠির ঠিকানা কোথাও খুঁজে পায় না
ল্যাম্পপোস্টের সোডিয়াম আর নিয়ন আলো কোন মর্মই খুঁজে পায় না
শহর আমার কেড়েছে আবেগ,দিয়েছে লোলুপ চোখ
শহর শিখিয়েছে জানতে হয় না অনাহারীর তীব্র ভুখ
শহর শিখায়নি আত্মত্যাগ,শিখিয়েছে উচ্চাভিলাস
শহর করেছে অভ্যস্ত আমায়,না ঘাবড়িয়ে মারাতে শত লাশ