সিক্ত উচ্ছ্বাস
ফয়েজ আহমেদ রাজু
যদি তুমি আমার পাঁজর ভেঙ্গে ফেলো
ভয় পাবে শত জনমের আকাঙ্ক্ষাদের চিৎকার শুনে
যদি আমার ফুসফুসকে খন্ডে খন্ডে ভাগ কর
দেখবে লোবিউল গুলোতে আটকে আছে বিশুদ্ধ অক্সিজেনের সঞ্চালন
যদি ব্যবচ্ছেদ কর আমার হৃদযন্ত্র
দেখবে ধমনী ও শিরা একাকার হয়ে জড়িয়ে গেছে
আমার অস্থিমজ্জা হিমোগ্লোবিনের চাষ বন্ধ করে দিয়েছে
আমার যকৃৎ বৃদ্ধ হয়েছে তবে বয়সে নয়
আমার অঙ্গ-তন্ত্রগুলোতে নিরাক পরেছে তারা সচল নয়
কিন্তু আমার চোখ স্বপ্ন দেখা ভুলে নি
ভুলেনি জোছনা বিলাস
ভুলেনি দেখতে ভোরের রাঙা আবির
শিশিরের সিক্ত উচ্ছ্বাস
আমার সংবেদনশীলতা এখনো হ্রাস পায়নি
মৃদু বাতাসে আজও হারায় মন
ফুলের সুভাস ছড়ায় যখন
দোলে বিরহ বিষন্ন জীবন
আমার অনুভূতিরা এখনো মৃত্যুবরণ করে নি
কেবল ঘুমিয়ে গেছে তারা
আমি জানি আমি শীতল হবো তখন
যখন আমার জেহেন অভিনয় করার পায়তারা করবে না