স্বপ্ন লোক
                ফয়েজ আহমেদ রাজু

স্বপ্ন লোকে অচিনপুরে চলছে বুঝি বিদ্রোহ,
জীবন দেখি বিতৃষ্ণাতে ডুবছে ভুলে আগ্রহ।
আজ নিশাচরী বিলাসিতারই পাপপুণ্যের নাই হিসেব,
তিক্তরসেরআগ্রাসনেই অর্ধচন্দ্র খাই শুয়ে।
বিতৃষ্ণাতে ডুব মারিয়া শ্বাসযোগটা বন্ধ,
দিগন্তরে পারি জমাবে রাত্তিরে নাকি অন্ধ।
আঁধার ঘরের একটি কোনেতে চিন্তাশক্তি বন্ধি,
তাইতো করছি খুঁজতে জীবন স্বপ্নের সাথে সন্ধি।
দাম্ভিকতার অট্টালিকাটি দুলবে যেথায় রোদ্দুরে,
মৎস্যকূলেতে বিদ্রোহ হবে করবে না বাস পুকুরে।
বিদ্বেষের ঐ সর্প কন্যা বিষ দাঁতে মাটিতে খুড়বে কৈ,
গরু,ছাগল,মহিষ নাকি গগনপারে উড়বে ঐ।
বিড়াল হবে বনের রাজা সিংহ সব লুকিয়ে,
হাতি সকল অনসনেতে মরবে নাকি শুকিয়ে।
ভোগবিলাসেতে ভুলবে না কেউ ওমা এ কেমন কান্ড,
লোক ঠকাইয়া অর্থ কামাই করবে না আর ভন্ড।
বুক ফুলাইয়া শ্বাস গ্রহনের থাকবে না কারো চেষ্টা,
ইবলিশ বেটা পণ করিয়াছে শিখবে বলিয়া শিষ্টা।

এমন জীবন খুঁজতে হইলে অচিনপুরেতে চল ফিরে,
বিদ্রোহ ভুলে মুচকি হেসেই দুঃখ কষ্ট যাস ভুলে।