পঙ্কিল চেতনা
ফয়েজ আহমেদ রাজু

শহুরে পাখিরা রাতজাগা তন্দ্রাচ্ছন্নতা এরা বুঝে না
শহুরে প্রাণীরা ছন্নছাড়া অন্তর্নিবেশ এরা বুঝে না
শহরের অলঙ্কার হিংস্রতা,প্রীতির আবেশ এথা অচেনা
শহুরে বাতাসটাও কৃপণ যথেষ্ট প্রশ্বাস বায়ু ও রাখে না

এখানে চেতনাগুলো পঙ্কিল ভাবনাগুলো কৃষ্ণাভ
উপকারির চোখেতে লোভ চোয়ালে প্রশংসার বিষাক্ত দাঁত
তবু এখানে ফুলেরা সুবাস ছড়ায় ঠিক
প্রকৃতির নিত্যকর্ম ঠিক
কেবল আমার ফুসফুস এ বাতাসে  অক্সিজেন খুঁজে পায় না।