পিয়াস
ফয়েজ আহমেদ রাজু
বিহারে সে কবে ফুল ফুটেছিল,সে কত্ত কালের কথা
যবে মধু আহরণে অলী গুঞ্জনে মুখোরিত হতো ধরা
চাঁদনিরাতের হিমেল বায়ে যবে দুলতো রজনীগন্ধা
সুভাস ছড়ায়ে অলিক হাঁসিতো জোছনাতে বাগানটা
হলদে রঙে সাজতো কানন সূর্য করে প্রাতে
সূর্যমুখীর হলদে শাড়ির জড়ানো আঙিনাতে
বিকেল বেলার লালচে আলোয় রক্ত রাঙা ফুল
জ্বালতো সবে রূপের আগুন হয়ে আনন্দে মশগুল
কানন ঘেঁষে পূবের কোণে ছিল একটি জলাশয়
সেথায় গোধূলি কালে বাউলা সুরে পার হইতো সময়
আজ কতকাল হলো ফোটেনি-তো ফুল,সাজেনি সে বাগান
গোধূলির আবিরে গলা ছেড়ে কেউ গায় নি বাউলা গান
আর হলদে শাড়ির আঁচল উড়েনি দখিন মুখী বায়
আর লালচে ফুলের রূপের আগুন জ্বলেনি সেথায়
তবু কত শত বীজ করেছি বপন,কত অপেক্ষা কত যতন
চাই মুদিবার আগে পুষ্প দেখিবে আবার দুই নয়ন