অভিশপ্ত মানবতা
ফয়েজ আহমেদ রাজু

আমার শহরে অট্ট হাসির পাশে চোখ ভরে আসে জল
মহাসড়কে গভীর রাতে কেঁদে ওঠে ক্ষুধার্তের দল
আমার শহরে আমি আঁধারে  হাঁটি
তোমার শহরের আঁধার তোমায় চেনে কি

তুমি জানো কি রোজ রাতে,
মালাকূল মউত এর আনাগোনা ঘটে।
নিশাচর সকল নগরবাসী আঁধারের অবলীলায় মাতে,
কত শত নব প্রাণ এ পৃথিবীকে ভর্ৎসনা করে কাঁদে
এক দিনের আয়ু নিয়ে!
আমি দেখেছি এক বৃক্ষতলে এক নবজাতক
মুখ থুবড়ে  মরে পরে আছে,
তার সমস্ত অবয়বে রক্তের হলিখেলার ছিটা,
তার সমস্ত ভর্ৎসনা মুখের ছিটকানো রক্ত হয়ে
বের হয়েছে।

আহাঃ এই কি পৃথিবী!
যেথায় যুগে যুগে পয়গম্বর এসেছে,
এই কি আমাদের কাঙ্ক্ষিত বাসস্থান,
যার দম আটকে আসে নব প্রাণের অভিশাপে,
আমরাই কি সে আশরাফুল মাখলুকাত,
যারা অন্যায়ের সুঁতোয় মানবতার পতাকা বুঁনে।