অনুরাগ
ফয়েজ আহমেদ রাজু
শুনেছ কভু প্রাসাদ আঙিনায় পাতা ঝরার শব্দ
অথবা ভেজা দুপুরে কবিতার সুর
গানের রাগে ভুলায় নিজেরে কি কখনো
হাঁটিয়াছো বহুদূর
আমি গুনেছি কত জোছনা রাত জেগেছি আমি
গেয়েছি হরেক গান
আমি প্রতীক্ষা করেছি বর্ষার
ভিজেছি সকাল-রাত
আমি স্পর্শ করেছি প্রতিটি ফোঁটা
অনুরাগের মূর্ছনায়
দুলেছে আমার সমস্ত অনুভূতি
হিমেল বায়ের দোলায়
আমার দেয়াল ঘড়িটার কাঁটা বুঝেনি
তখন সময়ের অপচয়
অশনি চিহ্ন পারেনি ধরাতে
ভাবনা বিলাসে ক্ষয়
এ যেন এক সুমিষ্ট বিষন্নতার মেঘ
জমছে হৃদয় আকাশের কোণে
তাদের আড়ালে থেকেও বিদীর্ণ করে
দিবাকর অট্টহাসে