খর স্রোত
ফয়েজ আহমেদ রাজু
খর স্রোতে নাইতে হলে জ্ঞানী মানুষ লাগে
স্রোত না হইলে নাইতে থাকিও সন্ধ্যা হবার কালে
ভূত প্রেত্দের আড্ডাই জমে রাত্রি গভীর হলে
জোনাক পোকাও আলোক নিভায় সবাই ঘুমিয়ে গেলে
নানান লোকের নানান গল্প নব্য মানুষ পেলে
মশা,মাছি আর পিঁপড়া ও নাকি আস্ত মানুষ গেলে!
সত্যভাষী ক'জন পেলে এত লোকের ভিড়ে
ক'জন পেলে এমন বলো প্রদীপ জ্বালে পরে
ক'জন তোমা' সাহস দিলো সামনে চলো বলে
ক'জনই বলো হেঁচকা টানিয়া ধরলো পিছন জুড়ে।
চাঁদের হাসি ফুঁটে না আর বাঁশের মাথা 'পরে
এমন দিদিরে কোথায় পাইবে শোলক যে জন বলে
কোথায় পাইবে লেবুরই তলে থোকায় থোকায় জোনাক
চাইনে যে আমি এমন কেচ্ছা আর কাউকেই শোনাক
সব্যসাচী সমাজ কূলে সাম্য মরে পথে
প্রখর রোদে ঘাম ঝরান চাট্টি কথা নহে
বিষ ফোঁড়াতে আঘাত করে সাহসী ও কে সে
অসমীচীন বিষয় গুলো রুখতে জানে হেসে।