ইন্দ্র পেঁচ
ফয়েজ আহমেদ রাজু
কি যন্ত্রণা নাকেতে মোর অসুখ করলো!না কোন ঘোর,
ইন্দ্রপেঁচে আটকে নাকি মরণ ফাঁদে পা দিয়ে দিই!
কি গোলযোগ বুঝিনে হায় মৃতের গন্ধ না শোকা যায়,
জ্যন্ত প্রাণের বিকট গন্ধে নাক উঠে আমার পঞ্চতলায়।
ঢুকলাম তাই সরাইখানাতে, নাক করতে পরীক্ষণ
পিঁয়াজ,আলু,লেবুর ঘ্রাণ নাকে লাগছে নিদারুণ
জিন্দা কুকুর,ভেড়া, ছাগলে গন্ধ নাহি লাগে
তবে কি শুধুই মানুষ কালেই গন্ধ সর্বনাশে
সব মানুষে হয় না গন্ধ এ কি চমৎকার!
জানা জানি হয়ে গেলে কে শুনবে আমার!